আপনি যদি নতুন দোকান বা ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনার প্রথম কাজটি হবে ব্যবসার নাম সিলেক্ট করা। এই নামটির মাধ্যমে মানুষ প্রথমে আপনার ব্যবসা বা দোকানটিকে চিনতে পারবে। তাই নামটি যত সুন্দর হবে আর উচ্চারণ করা সহজ হবে, তত বেশি মানুষ আপনার প্রতিষ্ঠানটিকে মনে রাখবে। মনে করুন, আপনি গুলশানে নতুন একটি কফিশপ খুলবেন। নাম দিলেন “কফি কর্নার”। শুনতে খারাপ না, কিন্তু এটি খুব সাধারণ একটি নাম হয়ে যাবে। এর বদলে যদি নামটি হয় “চায়ের গল্প”, “আড্ডা কফি হাউজ” বা “কাপের ভেতর গল্প”, তাহলে নাম শুনলেই একটি অন্যরকম অনুভূতি কাজ করবে, যার ফলে মানুষ ব্যবসা বা দোকানের নামটিকে দীর্ঘদিন মনে রাখবে।
Table of Contents
ধরুন, আপনি যদি “বাটা (Bata)” নামটা শুনেন, সাথে সাথে মনে পড়ে যায় বাটার জুতোর কথা, আবার যেমন “ঘরের বাজার (Ghorer Bazar)” নাম শুনলেই মনে পড়ে জামশেদ মজুমদারের হানি নাট, সুন্দরবনের মধুর কথা। এই নামগুলো মানুষের মুখে মুখে চলে আসার কারণে পরিচিতি লাভ করেছে।
এজন্য নতুন ব্যবসা শুরু করার আগে নাম এমন ভাবে সিলেক্ট করতে হবে যেনো তা মানুষের মুখে মুখে থাকে। এর ফলে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটিকে অনেক মানুষের কাছে খুব সহজে পরিচিত করতে পারবেন। একবার ভাবেন আপনি এমন একটি দুর্বোধ্য নাম দিলেন যেটি উচ্চারণ করা যায় না ঠিকমতো, সেটি কি মানুষ মনে রাখবে? এটি তো মুখস্ত রাখাই মুশকিল; মনে রাখা তো অনেক পরের কথা।
বিজনেস এর নাম (Business Name) সিলেক্ট করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা নিচে দেওয়া হল:
- নামটি যেনো সহজে মনে রাখা যায় এরকম নাম সিলেক্ট করতে হবে
- অনলাইনে বিভিন্ন টুলস ব্যবহার করে খুব সহজে নামের আইডিয়া ফ্রিতে পাওয়া যায়, এক্ষেত্রে এসব টুলস ব্যবহার করা যেতে পারে
- আপনার বিজনেস নামটি দিয়ে আগে থেকেই কোন ডোমেইন বা সোশ্যাল মিডিয়া একাউন্ট আছে কিনা সেটি দেখে নিতে হবে, কারণ আপনি যখন একটি সুন্দর নাম খুঁজে পাবেন কিন্তু সেটির জন্য যদি ডোমেইন না পান বা সোশ্যাল মিডিয়া একাউন্টগুলো করতে না পারেন একই নামে তাহলে পরবর্তীতে সমস্যা তৈরি হবে।
- আপনার খুঁজে বের করার নামটি যেনো অন্য কেউ ব্যবহার করতে না পারে এজন্য নামের কপিরাইট করা থেকে শুরু করে আইনি ভিত্তি দিতে হবে।
সহজে মনে রাখার জন্য ব্যবসার নাম বাছাইয়ের কিছু আইডিয়া (Business Name Idea) :
ব্যবসা প্রতিষ্ঠানের নাম যদি জটিল হয়, তাহলে মানুষ সহজে মনে রাখতে পারেন না। আর সহজ নাম হলে কাস্টমার আপনার সঙ্গে সহজেই যুক্ত থাকেন। তাই নাম পছন্দ করার আগে কিছু বিষয় খেয়াল রাখা উচিত, যেমন:
১. নামটি যেনো উচ্চারণে কঠিন না হয়
আপনি আপনার ব্যবসার জন্য যে নামটি বাছাই করবেন, তা যেনো অবশ্যই সহজে বলা যায়, এটি নিশ্চিত করার চেষ্টা করবেন। যদি নামটি জটিল বা উচ্চারণ করতে গিয়ে মুখে আটকে যায়, তাহলে মানুষ সহজে বলতে পারবে না। এতে তারা ভুলও বলতে পারে, আবার নামটি শুনে মনে রাখতেও সমস্যা হতে পারে।
তাই এমন ব্যবসার নাম বেছে নেওয়া উচিত, যা খুব সহজে বলা যায়। আপনি যদি আপনার ফুড কর্ণারের দোকানের নাম দেন “সুপার আল্ট্রা মেগা ফুড কর্নার অ্যান্ড বিস্ট্রো”, কেউ কি বারবার এই নামটি বলতে পারবে? না! বরং আপনি যদি নাম দেন “খাইখাই”, “মিষ্টিমুখ” বা “রঙতুলি”, সবাই সহজে মনে রাখতে পারবে, সহজে বলতে পারবে, আর বন্ধুদেরও রেফার করতে পারবে। একটি বিষয় আপনি মনে রাখার চেষ্ঠা করবেন, উচ্চারণের দিক থেকে সহজ নাম মানুষের মেমোরিতে বেশি দিন থাকে । তাই নামটি এমন হতে হবে যেনো তা সহজে বলা যায়।
২. নামটি যথাসম্ভব ছোট হওয়া উচিত
ছোট নাম মনে রাখা অনেক সহজ। বড় নামের ক্ষেত্রে অনেক সময় ভুল হয়। এ ধরনের নাম ভুলে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। নাম ছোট এবং স্পষ্ট হলে কাস্টমার সহজেই মনে রাখতে পারে। মনে করুন, আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দিলেন “টিপলি”। এই নামটি ছোট, মিষ্টি এবং মনে রাখার মতো। ছোটখাটো কোনো ফ্যাশন আইটেম বা স্ট্রিট ফুডের ব্যবসার জন্য, “টিপলি” নামটি পারফেক্ট। আর যদি নামটি “বাংলাদেশ হ্যান্ডমেড ক্রাফটস” হয়, তাহলে “টিপলি” নামটিকে কাস্টমার আলাদাভাবে বিবেচনায় রাখবে?
তাই নতুন ব্যবসার নাম নির্বাচন করার সময় চেষ্টা করবেন ব্যবসার নামটি যেনো ছোট ও বিজনেস ফ্রেন্ডলি হয়। এতে আপনার ব্র্যান্ডনেম দ্রুত জনপ্রিয়তা পাবে এবং নামটি মানুষের মনে গেঁথে যাবে।
৩. ব্যবসার সঙ্গে নামটি ব্যবসার সাথে প্রাসঙ্গিক হতে হবে
আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামটি যেনো অবশ্যই আপনার ব্যবসার সাথে প্রাসঙ্গিক হয়। এমন একটি নাম আপনাকে বাছাই করতে হবে, যেনো নামটি শুনলেই আপনি কি ধরনের বিজনেস করেন, এটি সম্পর্কে একটি ধারণা করা যায়। তবে আপনি যদি ব্র্যান্ডেবল নাম ব্যবহার করেন, তাহলে অনেক সময় ব্যবসার সাথে প্রাসঙ্গিকতা রাখা যায় না। ব্র্যান্ডেবল নামগুলোর সাধারণত অনেক সময়ই কোন অর্থ থাকে না কিন্তু উচ্চারণ করতে সহজ হয়ে থাকে।
এজন্য ব্র্যান্ডেবল হওয়ার উপযোগী এবং সহজ অর্থবোধক এই দুটি কম্বিনেশন মিলিয়ে ভালো নাম বাছাই করতে হবে। উদাহরণস্বরূপ, ‘ফ্রেশ ফুড’ শুনলেই বোঝা যায় এখানে তাজা খাবারের ব্যবসা। আবার একইভাবে আপনি যদি “এপেক্স” নামটি শুনেন, আপনি বুঝতে পারবেন না, এটি আসলে কি ধরনের বিজনেস। তবে নামটি ব্র্যান্ডেবল হওয়ার কারণে এবং মুখে মুখে চলে আসার কারণে আমাদের কাছে পরিচিতি লাভ করেছে। এই শব্দটি আমাদের মেমোরিতে গেথে দেওয়ার জন্য তারা প্রচুর ইনভেস্ট করেছে অনেক ভাবে ব্র্যান্ডিং করেছে।
৪. মানুষ অনলাইনে খুঁজে এমন নাম হওয়া উচিত
আমরা যখন কিছু অনলাইনে খুঁজি, তখন বিভিন্ন শব্দ লিখে সার্চ করি, এগুলোকে কিওয়ার্ড বলে। আপনার বিজনেসের নাম যদি এরকম সার্চ ফ্রেন্ডলি কিওয়ার্ড দিয়ে তৈরি করা হয়, তাহলে সম্ভাবনা তৈরি হবে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অটোমেটিক্যালি আপনার বিজনেস সামনে চলে আসার। আর আজকাল তো প্রায় প্রতিটি ব্যবসায়ই অনলাইনে চলছে। তাই বিজনেসের নাম এমন হওয়া উচিত যা গুগল বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মে সহজেই সার্চ করে বের করা যায়। খুব জটিল বা অদ্ভুত নাম হলে সার্চ করা কঠিন হয়, যার ফলে কাস্টমার আপনাকে খুঁজে নাও পেতে পারেন।
৫. নামটি যেনো অন্যদের থেকে আলাদা বা ইউনিক হয়
ইউনিক নাম বলতে শুধু নামটি নতুন হওয়া বোঝায় না, বরং এটি থেকে সহজেই ব্যবসা প্রতিষ্টানটিকে চেনা যায় এবং অন্যদের থেকে আলাদা ভাবে প্রেজেন্ট করে। তাই বিজনেস নেম এমন হওয়া উচিত যা অন্য প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিলে না যায়। ইউনিক নাম হলে আপনার ব্যবসার আলাদা একটি পরিচয় তৈরি হবে। নাম বেছে নেওয়ার সময় একটু রিসার্চ করে দেখে নিন ঐ বিজনেস নামটি আগে থেকে কেউ ব্যবহার করছে কিনা। , নামটি যখন ইউনিক হবে, তখন আপনার ব্যবসার পরিচিতি বাড়বে, ব্র্যান্ড ভ্যালু বাড়বে এবং দীর্ঘমেয়াদে সফল হতে সাহায্য করবে।
৬. ব্যবসার নাম ঠিক করতে তাড়াহুড়ো না করা উচিত
ব্যবসার নাম ঠিক করা এমন একটি ব্যাপার, যা একদিনে শেষ হয়ে যায় না। একটু সময় নিয়ে ভালো করে ভাবুন, আপনার ব্যবসার উদ্দেশ্য কী, কাস্টমার কারা, তাদের পছন্দ কী। এরপর সেগুলো মাথায় রেখে নাম সিলেক্ট করুন। তাড়াহুড়ো করলে পরে বদলাতে হতে পারে ব্যবসার নাম, যা ঝামেলার কারণ হতে পারে। আপনারা যে এই কন্টেন্টটি পড়ছেন, এটি ফ্রিল্যান্সিং কেয়ার (Freelancing Care) ওয়েবসাইটে। এই নামটি বাছাই করতে অনেক সময় নেওয়া হয়েছে। অনেকগুলো নামের সাজেশন ছিল, সেখান থেকে এটি বাছাই করা হয়েছে। আমার মনে আছে তখনকার সময়ে Nokia Care খুব জনপ্রিয় ছিল এবং মানুষের হাতে হাতে নকিয়া ফোন ছিল। Nokia কাস্টমার কেয়ার কনসেপ্টটি মাথায় রেখে ফ্রিল্যান্সারদেরকে একই রকমের সহযোগিতা করার উদ্দেশ্যে ফ্রিল্যান্সিং কেয়ার (Freelancing Care) তৈরি করা হয়। এবং এই নামটি সিলেক্ট করার আগে অনেক জনের কাছে সাজেশন নেওয়া হয়েছিল।
৭. অন্য প্রতিষ্ঠানের নামের সাথে না মিলে যাওয়া
অনেক সময় দেখা যায়, ব্যবসা প্রতিষ্ঠানের নাম অন্যদের নামের খুব কাছাকাছি হয়। এতে কাস্টমাররা ভুল বুঝতে পারেন এবং আপনার ব্র্যান্ডের সুনামও ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার বিভিন্ন ধরনের আইনি ঝামেলা হওয়ারও ঝুঁকি থাকে। তাই ব্যবসার নাম সিলেক্ট করার সময় চেষ্টা করবেন এমন নাম নির্বাচন করতে, যা দেখে যেন মনে না হয় আপনি কাউকে কপি করছেন। এর মাধ্যমে আপনার ব্র্যান্ডনেমটি সহজেই আলাদা হয়ে উঠবে এবং অনেক আইনি ঝামেলা থেকেও রক্ষা পাবেন।

ইসলামিক ও আধুনিক নামের কিছু ইউনিক উদাহরণ
নাম বাছাই করার ক্ষেত্রে ইসলামিক ও আধুনিক নামের আলাদা গুরুত্ব ও বৈশিষ্ট্য আছে। ইসলামিক নামগুলো সাধারণত ধর্মীয় মূল্যবোধ ও ট্রাস্ট তৈরি করে, ফলে মানুষ বিশ্বাস করে, আস্থা খুঁজে পায়। ব্যবসার টাইপ ও টার্গেট অনুযায়ী আধুনিক ইসলামিক নাম বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ।
ইসলামিক নামের (Islamic Business Name) উদাহরণ :
ইসলামিক নামগুলো সাধারণত সুন্দর অর্থ বহন করে এবং মানুষের মনে আস্থার জাগায়। এছাড়া নামগুলো সহজ উচ্চারণের হয়ে থাকে, অধিকাংশ নাম সহজে উচ্চারণ করা যায়, যদিও কিছু নাম ইসলামিক ব্যবসার নাম একটু কঠিন হয়ে থাকে। নিচে আপনার জন্য কিছু ইসলামিক নামের আইডিয়া দেওয়া হলো:
- আল-হায়াত — উচ্চারণ: সহজ, অর্থ: জীবন
- আন-নূর — উচ্চারণ: সহজ, অর্থ: আলো
- রহমত — উচ্চারণ: সহজ, অর্থ: দয়া, করুণা
- তাওফিক — উচ্চারণ: মাঝারি, অর্থ: সফলতা, ঈশ্বরের সাহায্য
- বারাকাহ — উচ্চারণ: মাঝারি, অর্থ: বরকত, আশীর্বাদ
আধুনিক ইসলামিক নামের ( Modern Islamic Business Name) উদাহরণ:
ইসলামিক এবং একটু মর্ডান বা আধুনিক নামের কিছু উদাহরণ নিচে দেওয়া হল। এই নামগুলো থেকে আইডিয়া নিয়ে আপনি একটি সুন্দর ইসলামিক বিজনেস নেম (Islamic Business Name) সিলেক্ট করতে পারেন।
- Noorix — (আলোর প্রতীক, আধুনিক স্টাইলে)
- Barakah Hub — (বরকতের উৎস বোঝায়, আধুনিক কম্বিনেশন)
- Hayatix — (জীবনের ছোঁয়া, টেক-স্টাইল নাম)
- Rahmahly — (দয়ার স্পর্শ, আধুনিক টুইস্ট)
- Tawfiqon — (সফলতার ধারণা, ডাইনামিক শোনায়)
- Al-Huda Mart — (সঠিক দিকনির্দেশনা, শপ বা স্টোর ব্র্যান্ডের জন্য)
- Nurvia — (আলোর পথ, ফ্যাশনেবল নাম)
- Barakahnest — (বরকতের ঘর, কমিউনিটি/স্টার্টআপ টাইপের জন্য)
- SafaZone — (পবিত্রতা ও নিরাপত্তার স্পর্শ)
- Deenova — (Deen + Nova, আধুনিক ইসলামী অনুপ্রাণিত নাম)
অনলাইনে নাম খোঁজার জন্য ফ্রি টুলস সমূহ
ব্যবসার নাম (Business Name) খুঁজে পাওয়া আসলেই একটি কঠিন ঝামেলা পূর্ণ কাজ এবং কিছুটা কনফিউজিংও। তবে এখনকার Smart Technology এর যুগে অনেক ওয়েবসাইট, অ্যাপস আছে যেগুলো দিয়ে খুব সহজেই আপনার ব্যবসার জন্য সুন্দর ও ব্রান্ডেবল নাম খুঁজে নিতে পারেন। এগুলো বেশিরভাগই ফ্রি, পেমেন্ট করলে আরও বেশি সুন্দর নাম পাওয়া যায় কিছু ওয়েবসাইটে, তবে ফ্রিতে কাজ হয়ে যায়। আপনি শুধু একটি কীওয়ার্ড বা শব্দ লিখবেন, টুলসগুলো অনেক ধরনের নাম তৈরি করে আপনাকে ব্যবসার নাম সাজেষ্ট করবে। যে টুলস গুলো ব্যবহার করে ফ্রীতে নাম রিসার্চ করতে পারবেন তা নিচে দেওয়া হলো :
- Shopify Business Name Generator:
এই টুলসটি এটি ব্যবহার করা অনেক সহজ। আপনি শুধু একটি কীওয়ার্ড লিখলেই Shopify সঙ্গে সঙ্গে অনেকগুলো নাম সাজেস্ট করে দেবে। শুধু তাই নয়, সেই নামের ডোমেইন ফাঁকা আছে কিনা তাও চেক করে দেখাবে। যারা অনলাইন ব্যবসার কথা ভাবছেন, তাদের জন্য এটি খুবই হেল্পফুল। - Namelix:
ছোটো ও আধুনিক ব্যবসার জন্য নাম খুঁজতে Namelix খুব ভালো কাজ করে। এখানে আপনি চাইলে নামের মধ্যে কয়টি শব্দ থাকবে, স্টাইল, কিংবা কতটা ইউনিক হবে এসব কাস্টমাইজ করতে পারবেন। তাই আপনার ব্র্যান্ডের ধরন অনুযায়ী নাম খুব সহজে কয়েকটি ক্লিক করেই খুঁজে পেতে পারবেন। - Looka
এটি দিয়ে আপনি ব্যবসার নামের পাশাপাশি লগো ডিজাইনেরও অপশন পাবেন । অর্থাৎ, ব্যবসার নামটির সাথে মানানসই লোগো সাজেস্ট করবে। যারা ব্র্যান্ড তৈরি করতে চান তাদের জন্য এটি একটি অল-ইন-ওয়ান টুল। - Oberlo:
অনলাইন শপ বা ই-কমার্স ব্যবসার জন্য Oberlo বেশ জনপ্রিয়। এই টুলসটি দিয়ে অনলাইন স্টোরের জন্য উপযুক্ত ইউনিক বিজনেনের নাম সাজেশন পাওয়া যায়। নতুন যারা প্রফেশনাল লুকিং ব্র্যান্ডনেম খুঁজছেন এই টুলস টি ব্যবহার করতে পারেন।
আপনার সময় বাঁচাতে এসব টুলস খুব ভালো। এগুলো ব্যবহার করে আগে দেখে নিন নামটি অন্য কেউ নিয়ে নিয়েছে কিনা এবং তা সহজেই খুঁজে পাওয়া যায় কি না। আমি ব্যক্তিগতভাবে Namelix টুলসটি বেশি ব্যবহার করে থাকি নতুন কোন একটি ডোমেইন বা বিজনেসের নাম খুঁজে বের করার ক্ষেত্রে।
নামের সাথে কালারের সম্পর্ক
আপনার ব্যবসার নাম যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নামের সঙ্গে কোন কালার বা রং ব্যবহার করবেন সেটাও সমান জরুরি। কালার মানুষের মনে দীর্ঘ সময়ের জন্য প্রভাব ফেলে, তাই ব্র্যান্ড নেম (Brand Name) ও ব্র্যান্ড কালার (Brand Color) দুটোই গুরুত্ব সহকারে সিলেক্ট করা উচিত। কালার সম্পর্কে ধারণা (Color Idea) দেওয়ার জন্য নিচে কিছু উদাহরণ দেওয়া হলো:
লাল (Red)
লাল মানেই শক্তি, এনার্জি আর অ্যাকশন বোঝায়। এই কালারটি সাধারণত সেই সব ব্র্যান্ড ব্যবহার করে যারা গ্রাহকের মধ্যে উত্তেজনা, আবেগ বা তাত্ক্ষণিক অ্যাকশন তৈরি করতে চায়। উদাহরণ হিসেবে ফুড ব্র্যান্ডগুলোর কথা ভাবতে পারেন, যেমন ফুডপান্ডা। তারা লাল ব্যবহার করে কারণ এটি দ্রুত সিদ্ধান্ত নিতে প্রলুব্ধ করে।
সবুজ (Green)
সবুজ সতেজতা, প্রাকৃতিকতা এবং ভারসাম্যের প্রতীক হিসেবে এই কালার ব্যবহার করা হয়। হেলথ, ওয়েলনেস বা এনভায়রনমেন্ট সম্পর্কিত ব্র্যান্ডগুলোর জন্য এটি একদম পারফেক্ট। যারা টেকসই (sustainable) বা ইকো-ফ্রেন্ডলি বিজনেস তৈরি করতে চান, তারা সবুজ কালারটিকে প্রাধান্য দিতে পারেন।
নীল (Blue)
নীল কালারটির মাঝে আস্থা, পেশাদারিত্ব আর স্থায়িত্ব প্রকাশ পায়। ব্যাংক, টেক কোম্পানি বা যেসব ব্র্যান্ড গ্রাহকের আস্থা অর্জন করতে চায়, তারা প্রায়ই নীল বেছে নেয়। এই কালার গ্রাহককে আশ্বস্ত করে যে ব্র্যান্ডটি বিশ্বাসযোগ্য এবং পেশাদার। যেমন সুন্নাহ আইটি ইনস্টিটিউট, ফ্রিলান্সিং কেয়ার । আপনারা কি এই প্রতিষ্ঠান গুলোর মাঝে আস্থা খুঁজে পান? এখানে আমাদের এই দুটো প্রতিষ্ঠানেরই ব্র্যান্ড কালার নীল।
তাই ব্র্যান্ড কালার বাছাইয়ের সময় ভেবে দেখবেন, কোন কালারটি আপনার ব্যবসাকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করবে, এবং সেভাবেই ব্যবসার জন্য কালার বাছাই করবেন।
ক্যাটাগরি অনুযায়ী ব্যবসার নামের তালিকা
বিজনেস শুরু করার সময় ক্যাটাগরি অনুযায়ী বিজনেসের নাম (Business Name) নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি ব্যবসার ধরন ও লক্ষ্য গ্রাহকের চাহিদা অনুযায়ী নামের ধরন ভিন্ন হয়ে থাকে। ভালো এবং প্রাসঙ্গিক নাম ব্যবসার ব্র্যান্ড ইমেজ গড়তে সাহায্য করে এবং ক্রেতা বা কাস্টমারের মনে সহজেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। নিচে বিভিন্ন ক্যাটাগরির সংক্ষিপ্ত নামের আইডিয়া (Name Idea) এবং ঐ ক্যাটাগরির প্রসিদ্ধ ব্র্যান্ড নামের উদাহরণ দেয়া হলো।
গ্রোসারি দোকান (Grocery Store)
গ্রোসারি দোকান গ্রামীণ ও শহুরে এলাকায় সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে। এই ব্যবসার নাম সাধারণত সহজ ও বিশ্বাসযোগ্য হওয়া জরুরি, যা ক্রেতাদের কাছে দ্রুত পরিচিতি লাভ করে।
জনপ্রিয় কিছু গ্রোসারি ব্র্যান্ড নাম:
- Agora (আগোরা)
- Meena Bazar (মিনা বাজার)
- Shwapno (স্বপ্ন)
- Carrefour (কারেফুর)
- Lotte Mart (লটে মার্ট)
পোশাক ও ফ্যাশন স্টোর (Clothing & Fashion Store)
ফ্যাশন ও পোশাক ইন্ডাস্ট্রিতে আধুনিকতা, ট্রেন্ড ও কালচারাল বিষয় মাথায় রেখে স্টাইলিশ ও আকর্ষণীয় নাম ব্যবহার করা হয়।
জনপ্রিয় কিছু পোশাক ও ফ্যাশন ব্র্যান্ড:
- Aarong (আরং)
- Yellow (ইয়েলো)
- Kay Kraft (কে ক্রাফট)
- H&M (এইচ অ্যান্ড এম)
- Zara (জারা)
অনলাইন শপ (Online Shop)
অনলাইন শপ ব্যবসায় নাম নির্বাচন আরও চ্যালেঞ্জিং, কারণ নামটি ওয়েবসাইট ডোমেইন ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হিসেবেও ব্যবহার হয়। সহজ, ইউনিক ও ব্র্যান্ডেবল নাম এখানে বেশি কাজ করে।
জনপ্রিয় কিছু অনলাইন শপ:
- Daraz (দারাজ)
- Ajkerdeal (আজকেরডিল)
- Amazon (অ্যামাজন)
- Flipkart (ফ্লিপকার্ট)
- eBay (ইবে)
খাবার ও রেস্টুরেন্ট (Food & Restaurant)
খাবার ও রেস্টুরেন্ট ব্যবসার নামের মধ্যে একটি সুস্বাদু ভাব ও আকর্ষণীয় হওয়া প্রয়োজন, যা খাওয়ার ইচ্ছা জাগাতে পারে।
জনপ্রিয় খাবার ও রেস্টুরেন্ট ব্র্যান্ড:
- Pizza Hut (পিজা হাট)
- Biryani House (বিরিয়ানি হাউস)
- Nando’s (ন্যান্ডোজ)
- The Food Street (দ্য ফুড স্ট্রিট)
ফার্মেসি ও হেলথ শপ (Pharmacy & Health Shop)
স্বাস্থ্য ও ফার্মেসি ব্যবসার নাম বিশ্বাসযোগ্যতা, নিরাপত্তা ও যত্নের প্রতিফলন থাক উচিত, যেনো কাস্টমার সেটা অনুভব করতে পারেন।
জনপ্রিয় ফার্মেসি ব্র্যান্ড:
- Apollo Pharmacy (অ্যাপোলো ফার্মেসি)
- WellCare Pharmacy (ওয়েলকেয়ার ফার্মেসি)
- MedPlus (মেডপ্লাস)
- Bangladesh Pharmacy (বাংলাদেশ ফার্মেসি)
- Guardian Pharmacy (গার্ডিয়ান ফার্মেসি)
টেক ও মোবাইল শপ (Tech & Mobile Shop)
প্রযুক্তি ও মোবাইল ব্যবসায় নাম আধুনিক, পেশাদার ও সহজে মনে রাখা যায় এমন হওয়া দরকার, যা প্রযুক্তি-বান্ধব ভাব প্রকাশ করে।
জনপ্রিয় টেক ও মোবাইল ব্র্যান্ড:
- Grameenphone (গ্রামীণফোন)
- Samsung (স্যামসাং)
- Apple (অ্যাপল)
- Xiaomi (শাওমি)
- Huawei (হুয়াওয়ে)
আপনার ব্যবসার ধরন অনুযায়ী এই ক্যাটাগরি ভিত্তিক নাম নির্বাচন করলে ব্র্যান্ড বিল্ডিং সহজ হবে এবং গ্রাহকদের মনে ইতিবাচক ছাপ রাখবে। আপনি চাইলে প্রতিটি ক্যাটাগরির জন্য আরও বিস্তারিত ও ইউনিক নামের তালিকা পেতে পারেন।
ডোমেইন আর সোশ্যাল মিডিয়ায় নাম আছে কিনা চেক করার সহজ উপায়
ব্যবসার নাম বা ব্র্যান্ডের জন্য সঠিক ডোমেইন ও সোশ্যাল মিডিয়া নাম পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি আমরা আগেই জেনেছি। ডোমেইন ও সোশ্যাল মিডিয়াতে নামটি অ্যাভেলেবল কিনা সেটি চেক করার জন্য কিছু টুলস নিচে দেওয়া হল:
টুলস সমূহ :
- Namecheap (https://www.namecheap.com) ব্রান্ড নামের ডোমেইন আছে কিনা তা চেক করার জন্য।
- GoDaddy (https://www.godaddy.com) ডোমেইন রেজিস্ট্রেশন ও নাম খোঁজার জন্য।
- Namechk (https://namechk.com) সোশ্যাল মিডিয়া ও ডোমেইনে একসাথে নাম চেক করার জন্য।
- Knowem (https://knowem.com) সোশ্যাল মিডিয়া নাম ও ডোমেইন এক্সটেনশান খোঁজার জন্য।
- Google Search নামের জনপ্রিয়তা ও ব্র্যান্ড কনফ্লিক্ট এড়াতে।
আপনার বিজনেস নাম চেক করার প্রক্রিয়াটি যতই সহজ মনে হোক, সময় দিয়ে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা জরুরি। সঠিক নাম নির্বাচন করলে আপনার ব্যবসার সুনাম, ব্র্যান্ড ভ্যালু এবং অনলাইন উপস্থিতি শক্তিশালী ও ঝামেলা মুক্ত হবে। তাই ডোমেইন ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চেক করা কখনোই হালকাভাবে নেওয়ার বিষয় নয়। সফলতার জন্য একটি আকর্ষণীয় ও অর্থবহুল নাম বেছে নিন।
ব্যবসা প্রতিষ্ঠানের নাম আইনি ভাবে নিবন্ধন করার প্রয়োজন কেনো?
কোনো ব্যবসার নাম আইনি স্বীকৃতি পেতে এবং সুরক্ষিত রাখতে নাম নিবন্ধন করা অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ। এটি ব্যবসার স্বাতন্ত্র্য নিশ্চিত করে এবং অন্য কেউ একই নাম ব্যবহার করলে আইনগত পদক্ষেপ গ্রহণের সুযোগ পাবেন। ব্যবসার নাম নিবন্ধনের মাধ্যমে কপিরাইট, ট্রেডমার্ক এবং ব্র্যান্ড আইনি নিশ্চয়তা পাওয়া যায়। এছাড়া, ব্যাংক অ্যাকাউন্ট, লোন নেওয়া, ও সরকারি দফতরে নিবন্ধন প্রক্রিয়ায় সুবিধা হয়। তাই নাম নিবন্ধন ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ন আইনি পদক্ষেপ আপনাকে অবশ্যই নিতে হবে।
নাম নিবন্ধন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য:
- ব্যবসার ধরন নির্ধারণ: একক মালিকানা, পার্টনারশিপ, কোম্পানি বা এলএলসি ইত্যাদি।
- নাম অনন্যতা যাচাই: সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা অনলাইনে ট্রেডমার্ক ও ডোমেইন চেক করা।
- প্রয়োজনীয় কাগজপত্র: জাতীয় পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, ব্যবসার কার্যক্রম সংক্রান্ত কাগজপত্র।
- আবেদন ফর্ম পূরণ: সংশ্লিষ্ট সরকারি অফিস বা অনলাইন পোর্টালে আবেদন জমা দেওয়া।
- ফি পরিশোধ: নাম নিবন্ধনের জন্য নির্ধারিত ফি প্রদান করা।
- প্রক্রিয়া অনুসরণ: আবেদন অনুমোদনের জন্য নির্ধারিত সময় অপেক্ষা ও প্রয়োজনীয় ফলো-আপ করা।
- নিবন্ধন সনদ সংগ্রহ: অনুমোদনের পরে আইনি সনদ সংগ্রহ করা ও সংরক্ষণ করা।
ব্যবসার নাম আইনি ভাবে নিবন্ধন করানো ব্যবসার নিশ্চিন্ত হওয়ার মূল ভিত্তি, সঠিকভাবে নাম নিবন্ধন করলে ব্যবসায়িক সুনাম রক্ষা হয় এবং ভবিষ্যতে সম্ভাব্য আইনি ঝামেলা থেকে রক্ষা পাওয়া যায়। তাই ব্যবসার শুরুতেই নাম নিবন্ধনের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত।
নতুন ব্যবসার জন্য সঠিক নাম নির্বাচন, ব্র্যান্ডিং বা নাম সংক্রান্ত যেকোনো পরামর্শ বা কনসালটেন্সির প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিশ্বস্ত ও দক্ষ টিম হিসেবে আমরা আপনার ব্যবসাকে সফলতার শিখরে পৌঁছে দিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত। আপনার স্বপ্নের ব্যবসা গড়ে তোলার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগের জন্য:
📞 ফোন: 01903-100300
✉️ ইমেইল: contact@sunnahit.com
🌐 ওয়েবসাইট: sunnahit.com
🏢 ঠিকানা: House 14, Road 6/A, Dhaka 1230, Bangladesh
আপনাদের আইডিয়ার সুবিধার্থে আপনার নতুন ব্যবসা কিংবা বর্তমান ব্যবসার জন্য রিসার্চ এর সহায়তা করার জন্য ১০০টি ভিন্নধর্মী ব্যবহারযোগ্য বিজনেস নামের লিস্ট নিচে দিচ্ছি, যাতে বিভিন্ন ব্যবসা পণ্য কিংবা সেবার জন্য কেমন নাম আপনার পছন্দ করা উচিত, এবং মার্কেটে আপনার ব্যবসাকে আলাদা করে উপস্থাপন করার জন্য কেমন নাম সিলেক্ট করবেন তার একটি আইডিয়া নিতে পারেন। দেখুন নাম সমূহ :
Tarunno | শপিং আর্ট | দেশি ক্রাফট | কালচার কালেকশন |
Grocery World | স্টাইল হাব | ফ্যাশন লাইন | কালার ক্রেজ |
TechFix | চিকেন কিং | ফ্রাইড ফ্লেভার | স্পাইসি বাইটস |
Bazarboss | পিজ্জা জোন | চিজি হাউস | টপিংস কর্নার |
Dafix | অনলাইন হাট | শপিং প্লাজা | ডিসকাউন্ট বাজার |
Heylix | গ্লোবাল শপ | অনলাইন ওয়ার্ল্ড | প্রাইম ডিলস |
U&Mom | ফ্যাশন মুড | মডার্ন অ্যাটায়ার | ট্রেন্ড স্টাইল |
Sarman | টেকনো হাব | স্মার্ট গিয়ার | ডিজিটাল লাইন |
Pickle | আইটেক | স্মার্ট লাইফ | গ্যাজেট গুরু |
Xoio | রেডটেক | স্মার্ট বাজেট | টেক ইরা |
Huuyio | টেকনো চায়না | স্মার্ট এজ | মোবাইল ম্যানিয়া |
Baqara Dairy | ফ্রেশ মিল্ক | ডেইরি ডিলাইট | মিল্কি ওয়ে |
Tara | ফুটওয়্যার হাব | শু স্টাইল | ওয়াকওয়ে |
Solity | ফুট স্টেপ | স্টাইল শু | কমফোর্ট স্ট্রাইড |
Bengal Kraft | কালার ক্রাফট | স্টাইল হাউস | ডিজাইন হাট |
Your Footwear | স্টাইল ট্র্যাক | ফ্যাশন ওয়াক | ট্রেন্ড ফুট |
Victory | সেল হাব | ডিল বাজার | অনলাইন বিক্রি |
Ddeal | ডিল জোন | অফার হাট | অনলাইন ডিলস |
Mim Bazar | গ্রোসারি হাব | তাজা বাজার | ডেইলি শপ |
Apon | ফ্রেশ মার্কেট | ডেইলি নিডস | হ্যাপি বাজার |
Arora | সিটি শপ | ফ্রেশ ডিল | মার্কেট প্লেস |
Falton | টেক বিল্ড | ইলেকট্রো শপ | স্মার্ট হোম |
Tinger | হোম গ্যাজেট | স্মার্ট অ্যাপ্লায়েন্স | মডার্ন হোম |
TFL | প্লাস্টিক হাব | হোম নিডস | ডেইলি ইউজ |
Prany | ফুডি হাব | ফ্রেশ ফ্লেভার | টেস্টি লাইফ |
Leave a Reply
You must be logged in to post a comment.