আসসামু-আলাইকুম ওয়া-রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আপনাদের এই উদ্যোগটি সত্যিই প্রশাংসা যোগ্য,শহরে অনেক প্রশিক্ষণ কেন্দ্র আছে ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য, কিন্তু সমস্যা হলো কোনটা ভালো আর কোনটায় বা জাল তা খোজাটায়, আমি ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য ইউটিউবে অনেক ঘাটা-ঘাটি করার পর আপনাদের Freelancer Care ইউটিউব চ্যানেলের অনুসন্ধান পাই। নুরুল্লা স্যারের বেসিক ওয়েব ডিজাইনের পর্ব ১ দেখি, আমার অনেক ভালো লাগে ভিডিওটি এখন পরবর্তি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখছি ও শিখছি, আমি পুরোপুরিভাবে একজন ওয়েব ডেভেলপমেন্ট শিখে একজন প্রতিষ্ঠিত freelancer হতে চাই, আর এটা আমার একমাত্র লক্ষ বা সপ্ন ।
আশা করি আপনারা আমাদের বা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে ইচ্ছুক তাদের পাশে থাকবেন ইনশা-আল্লাহ।