ভাই আমি যদি শুধু ওয়েব ডিজাইন শিখি তাহলে কি আমি মার্কেট প্লেস এ ভালো ভাবে কাজ করতে পারবো ? আর কোনো ভালো কোম্পানি তে কি জব করতে পারবো? আমাকে অনেক ওয়েব ডেভোলপার বলসে যে শুধু ওয়েব ডিজাইন শিখে কোনো লাভ নাই. এখন আমি আপনার থেকে একটা ভালো পরামর্শ চাই
আসলে সবকিছুতেই ক্যারিয়ার গড়া সম্ভব যদি সেই বিষয়টিতে ভালভাবে প্রবেশ করা যায়। আর ওয়েব ডিজাইন এর জন্য অনেক সম্ভাবনা আছে আপনি ভাল জাভাস্ক্রিপ্ট শিখুন। https://www.awwwards.com/ এখান থেকে সাইট দেখুন তাহলে ভাল ফ্রন্টএন্ড ডিজাইন আইডিয়া পাবেন।