ভাই আমার একটা ওয়েবসাইট আছে। সেটা নিউজ সাইট এবং মাণ্টিসাইট । অামি আপনাদের একটা ইউটিউব এ Hide my ip সিকিউরিটির ভিডিও দেখেছে এবং আমি সেটা এপ্লাই করেছি। এপ্লাই করার আগে আমি আমার আপলোড মেমোরি বারিয়ে নিয়েছিলাম। কিন্তু এই প্লাগিনটা ব্যবহার করার পর আমার মেমোরি আবার আগের মত হয়ে গেছে। এখন যখন আবার মেমোরি বারাতে চাচ্ছি এখন আর হচ্ছে না। তাই আমি 1mb বেশি বড় ফাইল আপলোড করতে পারছি না। আমার খুব সমস্যা হচ্ছে।