ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখতে কত সময় লাগে?

what is web design

বর্তমানে বিশ্বে জনপ্রিয় সব ক্যারিয়ার গুলোর মধ্যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর চাহিদা অনেক বেশি। কম্পিউটার এবং ইন্টারনেটের বদৌলতে অফলাইন ব্যবসা গুলো এখন অনলাইনেও সেবা দিয়ে যাচ্ছে। তাই প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে ওয়েবসাইটের সংখ্যা। এই ওয়েবসাইটগুলো প্রফেশনাল ভাবে ডিজাইন এবং ডেভেলপ করার জন্য খুব ওয়েব ডিজাইনার বা ডেভেলপার প্রয়োজন হয়। এই কারণেই বর্তমান সময়ে Web Designএবং ওয়েব ডেভেলপমেন্ট এর চাহিদা এত বেশি। ওয়েব ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের আর্টিকেলে। একই সাথে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখে কিভাবে ইনকাম করবেন সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেয়া হবে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো।

ওয়েব ডিজাইন কি? (What is Web Design?)

ওয়েব ডিজাইন (Web Design) হচ্ছে বিভিন্ন কোডিং এবং এডিটর ব্যবহার করে সৌন্দর্য এবং ব্যবহারকারীর সুবিধা বিবেচনায় রেখে একটি ওয়েবসাইট তৈরি করার প্রক্রিয়া। ওয়েব ডিজাইনের সাহায্যে একটি ওয়েবসাইটকে ব্যবহারকারীর কাছে সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি করে উপস্থাপন করা হয়। একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে এবং যে প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হচ্ছে তাদের তথ্যগুলো ওয়েবসাইটে কিভাবে প্রদর্শিত হবে সেটির ডিজাইন বা লেআউট তৈরি করাকেই ওয়েব ডিজাইন বলে।

ওয়েব ডিজাইন কি

প্রত্যেকটা ওয়েবসাইট ই HTML ও CSS এর সমন্বয়ে গঠিত হয়। Web Design করার জন্য HTML ও CSS এর মত আরোও কিছু কোডিং ভাষা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। এছাড়াও ফটোশপ সফটওয়্যার এর কিছু বেসিক কাজ সম্পর্কেও জানতে হবে। ফটোশপ সফটওয়্যার এর সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটের একটি ডেমো ডিজাইন তৈরি HTML ও CSS ব্যবহার করে ঐ ডিজাইনটিকে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইটে রূপান্তর করতে পারবেন।

ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এর পার্থক্য

ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট বিষয় দুটো ওয়েব রিলেটেড হলেও আসলে এই দুটো বিষয় কখনোই এক নয়। নতুনদের মাঝে অনেকেই Web Design এবং ওয়েব ডেভেলপমেন্ট এর পার্থক্য বুঝতে পারে না যেখানে বিষয় দুটো একটি অপরটি হতে সম্পূর্ণই আলাদা।

কোনো একটি ওয়েবসাইটের কোথায় কোন কালার দিতে হবে, কোথায় কোন অপশন ব্যবহার করতে হবে, এবং কোন স্থানে ছবি ব্যবহার করতে হবে- পরিকল্পনা অনুযায়ী এই বিষয়গুলো সাজানোর কাজটি হল Web Design। যেমন ফেসবুকের কোন জায়গায় কোন কালার ব্যবহৃত হবে, কোথায় হোম বাটন, কোথায় চ্যাট বক্স, কোথায় নোটিফিকেশন আইকন ইত্যাদি থাকবে ইত্যাদি বিষয়গুলো সাজানো কাজ হল ওয়েব ডিজাইন।

আর ওয়েব ডেভেলপমেন্ট হলো ওয়েবসাইট ডিজাইন করার পরে ওই ওয়েবসাইটে বিভিন্ন ফিচার যুক্ত করা। যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করলে তা সবার কাছে পৌঁছে যাওয়া, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করলে একাউন্টে লগইন হওয়া কিন্তু পাসওয়ার্ড বা ইউজার আইডি ভুল হলে একাউন্টে লগইন না হওয়া, কোনো পোস্টে লাইক বা কমেন্টস করলে ব্যবহারকারীর কাছে স্বয়ংক্রিয়ভাবে একটি নোটিফিকেশন চলে যাওয়া ইত্যাদি বিষয়গুলো ডেভেলপমেন্টের অংশ। আপনি বলতে পারেন Web Design হল দৃশ্যমান বিষয় আর ওয়েবে ডেভেলপমেন্ট হল ওই ডিজাইনকে প্রাণ দেওয়া।

ওয়েব ডিজাইন কাদের জন্য উপযুক্ত?

কাজের জনপ্রিয়তা থাকলেই যে সেটিকে আপনার ক্যারিয়ার হিসেবে সিলেক্ট করবেন বিষয়টি একদমই ঠিক নয়। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন কাজের প্রতি আগ্রহ থাকে। এছাড়াও প্রত্যেকটি কাজের জন্যই আলাদা আলাদা কিছু গুণাবলী থাকতে হয় যেগুলো ছাড়া ঐ কাজে ক্যারিয়ার গড়া সম্ভব নয়।ওয়েব ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনার ভেতরে কিছু নির্দিষ্ট গুণাবলী থাকতেই হবে। যেমনঃ

  • কোডিং এর প্রতি ভালবাসা
  • সৃজনশীল ডিজাইন করার যোগ্যতা
  • পর্যাপ্ত ধৈর্য এবং
  • অদম্য ইচ্ছা শক্তি

উপরের গুণাবলী সমূহ যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি অবশ্যই ওয়েব ডিজাইনকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন এবং এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন।

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কেন শিখবেন?

বিশ্বব্যাপী সম্মানজনক একটি পেশা হলো Web Design এন্ড ডেভেলপমেন্ট। তথ্যপ্রযুক্তির এই যুগে প্রতিনিয়তই ওয়েবসাইটের সংখ্যা বেড়ে চলেছে। আর তাই ওয়েব ডিজাইনারদের কর্মক্ষেত্রে কখনোই সংকট দেখা দেয় না। ইন্টারনেট যতদিন থাকবে, ততোদিন ওয়েবসাইট ও থাকবে। আর ওয়েবসাইট যতদিন থাকবে, ততোদিন ওয়েব ডিজাইনারের প্রয়োজন হবেই।

ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখে আপনি দেশের মধ্যে বিভিন্ন স্কুল কলেজ, ব্যবসা প্রতিষ্ঠানে ফুলটাইম চাকরি করতে পারবেন। একই সাথে আপনার ডিজাইনিং দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে যথেষ্ট উপার্জন করতে পারবেন।

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কিভাবে শিখব

ওয়েব ডিজাইন শেখার অনেকগুলো উপায় রয়েছে। অনলাইন কিংবা অফলাইন আপনার সুবিধা মত যে কোনো একটি মাধ্যমে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখতে পারবেন। নিচের দুইটি উপায়ে আপনি খুবই সহজেই Web Design এন্ড ডেভেলপমেন্ট শিখতে পারবেন।

ওয়েব ডিজাইন কিভাবে শিখব

১। আইটি সেন্টার থেকে

একাডেমিকভাবে ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাকে অবশ্যই কোনো আইটি সেন্টার থেকে Web Design এন্ড ডেভেলপমেন্ট শিখতে হবে। আপনার শহরে বা শহরের আশেপাশে অনেক আইটি প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে থেকে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানে কোর্স করে ওয়েব ডিজাইন শিখতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে অনেক মোটা অংকের টাকা গুনতে হবে। টাকা একটু বেশি খরচ হলেও আইটি সেন্টার থেকে শিখার সুবিধা হল এখান থেকে আপনি হাতে-কলমে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখতে পারবেন।

২। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে

আপনি যদি ঘরে বসে বিনামূল্যে ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে সে সুযোগও হয়েছে। একটু রিসার্চ করলে অনলাইনেই এমন অনেক সুইট পেয়ে যাবেন যেখান থেকে ঘরে বসেই সম্পূর্ণ Web Design এবং ডেভেলপমেন্ট শিখতে পারবেন। ফ্রিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখার জন্য জনপ্রিয় কিছু ওয়েবসাইট হলঃ

এগুলো ছাড়াও আরো অসংখ্য ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি বিনামূল্যে Web Design সম্পর্কে যাবতীয় শিখতে পারবেন।

৩। অনলাইনে কোর্স করে

বর্তমানে কোনো সেক্টরে দক্ষতা অর্জন করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো অনলাইনে কোর্স করা। এই পোস্টগুলো এক্সপার্টরা তৈরি করে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করে। আপনার সামর্থ্য থাকলে এই কোর্সগুলো কিনে ঘরে বসেই Web Design শিখতে পারবেন। অনলাইনে ওয়েব ডিজাইন ডিজাইনের কোর্স পাওয়া যায় এমন কিছু বিশ্বস্ত ওয়েবসাইট হলঃ

অনলাইনে কোনো কোর্স করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ বর্তমানে অনেক চিটার বাটপার রয়েছে যারা লোভনীয় অফার দেখিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে ঠকাবে। তাই অনলাইনে কোর্স করার ক্ষেত্রে একটি বিশ্বস্ত কিনা সে বিষয়টি যাচাই করে নিবেন।

ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে হলে কি কি শিখতে হবে?

অনলাইন জগতে Web Design এবং ডেভেলপমেন্ট অনেক বড় একটি সেক্টর। এই সেক্টরে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ওকে একাধিক প্রোগ্রামিং ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে HTML এবং CSS এর উপর একটি শক্তিশালী ধারণা হতে হবে। 

১। HTML (এইচটিএমএল)

এটি হলো এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ যাকে মাদার অফ কোডিং ও বলা হয়ে থাকে। এর কারণ হলো এইচটিএমএল ব্যতীত ওয়েবসাইট ডিজাইন করাই অসম্ভব। প্রথমে এইচটিএমএল ব্যবহার করে একটি ওয়েবসাইট এর মূল কাঠামো তৈরি করা হয়। পরবর্তীতে বিভিন্ন কোডিং এবং প্রোগ্রামিং এর সাহায্যে তা মডিফাই করা হয়।

২। CSS (সিএসএস) 

HTML শিখার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কোডিং টি শিখতে হবে সেটি হচ্ছে CSS যার মাধ্যমে ওয়েবসাইটে বিভিন্ন কালার যুক্ত করে সেটিকে অনেক আকর্ষণীয় করা হয়। CSS  এর সাহায্যে একটি ওয়েবসাইটের ছবি এবং ফন্ট সাইজ কত হবে বা কোন ফন্ট ব্যবহার করা হবে ইত্যাদি সহ যাবতীয় ডিজাইনের কাজ করা হয়। এছাড়াও Web Design এন্ড ডেভেলপমেন্ট এ প্রফেশনাল হতে হলে আপনাকে আরো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে। সেগুলো হলোঃ

  • এক্সএমএল (XML)
  • Javascript & jQuery
  • Bootstrap
  • পিএচপি (PHP)
  • ওয়ার্ডপ্রেস (WordPress)
  • গিট (Git)
  • Python
  • SQL

ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কতদিন লাগে?

Web Design এবং ডেভেলপমেন্ট শিখতে কত দিন সময় লাগবে তা নির্দিষ্ট করে বলার উপায় নেই। কারণ পৃথিবীর সব মানুষের ধারণ ক্ষমতা একরকম নয়। যে জিনিস শিখতে আমার এক বছর লাগবে তা হয়তো আপনি ছয় মাসেই শিখে ফেলতে পারেন।

তবে ওয়েব ডিজাইনের বেসিক এইচটিএমএল এবং সিএসএস শিখতে গড়ে কমপক্ষে তিন মাস সময় লাগতে পারে। আর নিয়মিত প্র্যাকটিস করে নিজেকে একজন দক্ষ Web Designer হিসেবে গড়ে তুলতে সাধারণত দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।

ওয়েব ডিজাইন শিখে ইনকাম করার উপায় কি?

ওয়েব ডিজাইনের উপর দক্ষতা অর্জন করতে পারলে বিভিন্ন প্লাটফর্মে কাজ করে মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব। আপনি যদি নিজেকে একজন দক্ষ ওয়েব ওয়েব ডেভেলপার হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে আপনাকে চাকরি করতে হবে না। তখন চাকরি নিজেই আপনাকে খুঁজে নেবে। Web Design শিখে যেসব উপায়ে ইনকাম করা সম্ভব সেগুলোর মধ্যে কয়েকটি হলোঃ

১। ফ্রিল্যান্সিং থেকে ইনকাম

বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এ ওয়েব ডিজাইনের অনেক চাহিদা রয়েছে। আপনি জানলে অবাক হবেন, একজন দক্ষ ওয়েব ডিজাইনার ছোট ছোট প্রজেক্ট এর জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে ৫০$ থেকে ৫০০$ পর্যন্ত ইনকাম করে থাকে। আর একজন অভিজ্ঞ ওয়েব ডেভেলপার ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে মাসে প্রায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকে।

২। লোকাল কোম্পানিতে জব করে ইনকাম

ফ্রিল্যান্সিং ছাড়াও আপনি দেশীয় বিভিন্ন আইটি কোম্পানিতে ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন। এক্ষেত্রে প্রতিদিন ৮ ঘন্টা কাজ করে ৭০হাজার থেকে ১ লক্ষ টাকা বেতনে চাকরি করার সুযোগ রয়েছে।

৩। নিজের ওয়েবসাইট থেকে ইনকাম

Web Designer হিসেবে ইনকাম করার আরেকটি সহজ উপায় হল নিজের ওয়েবসাইট তৈরি করে ইনকাম করা। একটি আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করে সেখানে ব্লগিং এবং এফিলিয়েট এর মাধ্যমে অনেক ভালো ইনকাম করা সম্ভব। এছাড়াও অনলাইন শপ খুলে প্রোডাক্ট এবং ওয়েব ডিজাইনের কোর্স বিক্রি করার মাধ্যমেও ভালো ইনকাম করা সম্ভব।

ওয়েব ডিজাইন শেখার জন্য কি কি সফটওয়্যার প্রয়োজন?

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এর প্রাণ হলো কোডিং। Web Design শিখতে হলে আপনাকে অনেক প্রকারের কোডিং মাথায় রাখতে হবে। এছাড়াও ভিন্ন ভিন্ন অনেক সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন হবে। সেগুলোর মধ্যে কিছু সফটওয়্যার হলঃ

  • Notepad++
  • Adobe Dreamweaver
  • Visual Studio Code
  • Atom
  • Textpad
  • Brackets
  • Ultra Edit

এছাড়াও আরো অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো সাহায্যে আপনি কোডিং প্র্যাকটিস করতে পারবেন। তবে এই ক্ষেত্রে Notepad++ সফটওয়্যার টি ই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি ব্যবহার করে Basic থেকে Advance যেকোনো ধরনের কোডিং করে আউটপুট ও দেখা যায়।

মোবাইল দিয়ে কি ওয়েব ডিজাইন শেখা সম্ভব?

বর্তমানে স্মার্টফোন এর সাহায্যে কম্পিউটারের অনেক কাজই করা সম্ভব। একটু কষ্ট হবে কিন্তু আপনি চাইলে মোবাইল দিয়ে Web Design এর বিভিন্ন কোডিং প্র্যাকটিস করতে পারবেন। মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন এর বিভিন্ন কোডিং প্র্যাকটিস করার জন্য জনপ্রিয় কিছু সফটওয়্যারের নাম হলোঃ

  • Code Editor
  • Web Code
  • Decoder Compiler IDE  ইত্যাদি

তবে একটা বিষয় মাথায় রাখা দরকার। মোবাইল দিয়ে আপনি কেবলমাত্র basic লেভেলের কাজগুলোই করতে পারবেন। অ্যাডভান্সড লেভেলের ওয়েব ডিজাইনের কাজ করার জন্য অবশ্যই আপনাকে একটি ভালো স্পেসিফিকেশনের কম্পিউটার ব্যবহার করতে হবে।

একজন ওয়েব ডেভেলপার এর মাসিক আয় কত?

ক্যারিয়ার হিসেবে Web Design কেবল ফলপ্রসুই নয় বরং একজন ওয়েব ডেভেলপারের বেদনও অনেক ভালো।

একজন নতুন ডেভেলপার হিসেবে আপনি মাসে অনায়াসেই ১০ থেকে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। অভিজ্ঞতা এবং দক্ষতার উপর ভিত্তি করে একজন ভালো Web Designer মাসে এক লক্ষ টাকার বেশি ও ইনকাম করে থাকে।

ওয়েব ডেভলপমেন্ট এর ভবিষ্যৎ কি?

কোনো জিনিসের ভবিষ্যৎ কি হবে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে বর্তমান প্রেক্ষাপট এবং আমার অভিজ্ঞতা থেকে বলবো, ওয়েব ডিজাইনের চাহিদা ভবিষ্যতে আরও অনেক বৃদ্ধি পাবে।

১০ বছর আগে ওয়েবসাইটের সংখ্যা যত ছিল এখন তার চেয়ে অনেক বেশি। এবং এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর এখন সবকিছুই অনলাইন ভিত্তিক হওয়ার কারণে ওয়েবসাইটের চাহিদা কমানোর সুযোগ নেই। আর তাই Web Design এর চাহিদা ও কখনো কমবে না।

শেষ কথা

বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কাজকেই রিপ্লেস করে দিয়েছে। ভবিষ্যতে এর পরিমাণ আরো বাড়তে থাকবে। তাই ভবিষ্যতের টিকে থাকতে সৃজনশীল পেশাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিতে হবে। Web Design এন্ড ডেভেলপমেন্ট হল জটিল এবং ক্রিয়েটিভ একটি পেশা যাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহজে রিপ্লেস করতে পারবেনা। তাই ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে চিন্তামুক্ত থাকতে নিজেকে একজন দক্ষ ওয়েব ডিজাইনের হিসেবে গড়ে তুলতে পারেন। ধন্যবাদ

এই ওয়েবসাইটের সকল কন্টেন্ট (ছবি, লেখা ইত্যাদি) অন্য কোথাও কপি করে বা পরিবর্তন করে পাবলিশ করার আইনত দন্ডনীয় অপরাধ। যদি কেউ এমন অপরাধমূলক কাজ করেন তাহলে DMCA পাঠানো সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।



Leave a Reply