SSC Exam Result 2024 With Full Marksheet । এক ক্লিকে এসএসসি রেজাল্ট ২০২৪ দেখুন।

SSC Exam Result 2023

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্য জেনে গেছো যে, তোমাদের SSC ও  সমমানের  পরীক্ষার ফলাফল আগামী ২৮ জুলাই  ২০২৪,  রোজ শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে প্রকাশিত হবে। তোমাদের মধ্যে যারা SSC Result কিভাবে দেখব তা নিয়ে চিন্তায় আছো, তাদের জন্য আজ আমি তিনটি সহজ উপায়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম তুলে ধরব। এতে করে তুমি খুব সহজেই সবার আগে তোমার  SSC Exam Result 2024 দেখতে পারবে।

অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি পরীক্ষার ফলাফল দেখার সবচেয়ে সহজ এবং কার্যকরী পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে  পরীক্ষার ফলাফল দেখা।  এতে করে খুব কম সময়ে  পরীক্ষার ফলাফল দেখা সম্ভব। এক্ষেত্রে নিচের দেওয়া স্টেপ গুলো  ভালো করে অনুসরণ করতে হবে-

রেজাল্ট প্রকাশের ওয়েবসাইট

এসএসসি পরীক্ষার ফলাফল পেতে প্রথমত এই লিংকে SSC Exam Result 2024 ক্লিক করতে হবে। SSC Exam Result 2024 এই লিংকে ক্লিক করার পর আপনার সামনে কতগুলো ফাঁকা বক্স ওপেন হবে। এরপর আপনার ব্যক্তিগত সঠিক তথ্য দিয়ে বক্সগুলো পূরণ করতে হবে। 

ssc exam result 2023

এসএসসি রেজাল্ট ২০২৪ দেখার লিংক ১

Examination: এই বক্সে আপনার পরীক্ষার নাম কি পূরণ করতে হবে। এসএসসি পরীক্ষার  ফলাফলের জন্য SSC/Dakhil/Equivalent  এটা সিলেক্ট করলেই হবে।

Year: এই বক্সে আপনি কত সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তা পূরণ করতে হবে।  SSC Exam Result 2024 এর জন্য ২০২৪ সিলেক্ট করতে হবে।

Board: এই বক্সে আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সেটি সিলেক্ট করতে হবে।  আপনি যদি ঢাকা  বোর্ডের অধীনে  পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে ঢাকা সিলেক্ট করতে হবে।

Roll: এই বক্সে পরিক্ষার্থীর বোর্ড পরিক্ষার রোল নম্বরটি ভালোভাবে লিখতে হবে।  সাধারণত রোল নম্বর গুলো ছয় সংখ্যার হয়ে থাকে।

Registration: এই বক্সে পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন নম্বর লিখতে হবে। এটি  সাধারণত পরীক্ষার প্রবেশ পত্রে  লেখা থাকে।

ক্যাপচাঃ এই বক্সে সাধারণত গাণিতিক কিছু  প্রশ্ন করা থাকে সেটি সমাধান করে সঠিক উত্তরটি বক্সে লিখতে হবে।  অনেক সময়  ইমেজ ক্যাপচাও দিয়ে থাকে।

Submit:  সকল বক্স পূরণ করা  হয়ে গেলে submit  বাটনে ক্লিক করতে হবে।  সবকিছু ঠিকঠাক থাকলে  আপনার সামনে পরীক্ষার ফলাফল প্রদর্শন করা হবে ।

Reset: যদি আপনার সামনে রেজাল্ট প্রদর্শন না হয় বা কোন বক্স পূরণ করতে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে Reset বাটনে ক্লিক করতে হবে। এতে করে সব বক্সগুলো আবার আগের মত হয়ে যাবে।

মার্কশীট সহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

অনলাইনে SSC Result দেখার আরেকটি অন্যতম উপায় হচ্ছে, ওয়েবেইজড ফলাফল। এটিও আগের দেখানো  পদ্ধতির মতোই।  তবে  এই পদ্ধতির অন্যতম বিশেষত্ব হচ্ছে  এখানে মার্কশিট সহ ফলাফল দেখা যায়। মার্কশীট সহ এসএসসি রেজাল্ট দেখতে হলে পূর্বের  দেখানো নিয়মগুলো অনুসরণ করতে যায়।  এক্ষেত্রে নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে। 

এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম

SSC Exam Result 2024 দেখার লিংক ২

নিয়ম :   উপরে দেওয়া লিংকে ক্লিক করলে  উপরোক্ত  ছবির মত একটি পেজ  প্রদর্শিত হবে। 

প্রথমত, সেখানে SSC/Dakhil / Equivalent সিলেক্ট  করতে হবে।

দ্বিতীয়ত, পরীক্ষার  সাল বক্স থেকে  পরীক্ষা  সাল উল্লেখ করতে হবে।

তৃতীয়ত,  কোন বোর্ডের অধীনে পরীক্ষা  দিয়েছেন সেটি  সিলেক্ট করতে হবে।

 চতুর্থত,  তারপর result type অপশন থেকে Individual result করতে হবে।

পঞ্চমত, এরপর Roll নম্বর ও  Registration নম্বর ভালো করে পূরণ করতে হবে।

 ষষ্ঠত, এরপর ক্যাপচা পূরন করতে হবে। (security key অপশনের পাশে যে লেখা বা ক্যাপচা থাকবে, তা ডান পাশের  বক্সে বসাতে হবে। যদি ক্যাপচা না বুঝে থাকেন, তাহলে reload করে  নতুন ক্যাপচা  বসাতে হবে)

SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম

অনলাইনের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও এসএসসি পরীক্ষার ফলাফল দেখা যাবে। এসএমএস এর মাধ্যমে  ফলাফল দেখলে রেজিস্ট্রেশন নাম্বার এর কোন প্রয়োজন হয় না। সেক্ষেত্রে এসএমএস এর মাধ্যমে ফলাফল কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে।  যেমন সাধারণ শিক্ষা বোর্ড,  কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা। নিচে আমরা তিনটি বিভাগের জন্য আলাদা আলাদা পদ্ধতি তুলে ধরছি- 

📰 সাধারণ শিক্ষা বোর্ডের জন্য 📰

SSC <space> 1st three letters of Education Board Name <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।

উদাহরণঃ SSC DHA 125436 2024

🌈 কারিগরি শিক্ষা বোর্ডের জন্য 🌈

SSC <space> 1st three letters of Education Board Name <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।

উদাহরণঃ SSC TEC 125436 2024

🌟 মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য 🌟

DAKHIL<space> MAD <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।

উদাহরণঃ DAKHIL MAD 125436 2024

সকল বোর্ডের শর্ট কোড

শিক্ষার্থীদের সুবিধার্থে  নিচে আমরা বাংলাদেশের সমস্ত শিক্ষা বোর্ডের  শর্ট কোড  টেবিল আকারে তুলে  ধরছি।

বোর্ড এর নামশর্ট কোড
ঢাকাDHA
যশোরJES
কুমিল্লাCOM
চট্টগ্রামCHA
বরিশালBAR
রাজশাহীRAJ
দিনাজপুরDIJ
সিলেটSYL
ময়মনসিংহMYM
মাদ্রাসাMAD
কারিগরিTEC

শেষ কথা

শিক্ষার্থী বন্ধুরা, আশা করি  তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল অনেক ভালো হবে। উপরে উল্লেখিত এসএসসি ফলাফল চেক করার ওয়েবসাইট  দুটির যেকোনো একটি ব্যবহার করে তুমি তোমার ফলাফল দেখতে পারো।  তাছাড়াও,  এসএমএস এর মাধ্যমেও খুব সহজে ফলাফল চেক করা যায়। তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর আমাদের কে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না জেন। এরকম আরো ব্লগ পোস্ট আরো পেতে আমাদের Freelancing Care ওয়েবসাইটটি ঘুরে আসতে পারো। আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

এই ওয়েবসাইটের সকল কন্টেন্ট (ছবি, লেখা ইত্যাদি) অন্য কোথাও কপি করে বা পরিবর্তন করে পাবলিশ করার আইনত দন্ডনীয় অপরাধ। যদি কেউ এমন অপরাধমূলক কাজ করেন তাহলে DMCA পাঠানো সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।



Leave a Reply