সিপিএ মার্কেটিং কি? নতুনরা কিভাবে CPA Marketing শুরু করবেন?

সিপিএ মার্কেটিং কি

সিপিএ মার্কেটিং হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিকল্প একটি পদ্ধতি যেখানে একজন মার্কেটারকে একটি নির্দিষ্ট কাজ শেষ করার জন্য নির্দিষ্ট পরিমান কমিশন দেওয়া হয়। এটি হতে পারে, কোনো ভিডিও দেখা বা একটি  লিঙ্কে ক্লিক করা, ফরম পূরণ করা, বা পণ্য ক্রয় করা  ইত্যাদি। CPA মার্কেটিং এর মাধ্যমে কাজ করার জন্য প্রথমে একটি নির্দিষ্ট ক্যাটাগরি বেছে নিতে হয় এবং সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে একটি অফার প্রমোট করতে হয়। এজন্য আপনার যদি একটি নিজস্ব ওয়েবসাইট থাকে এবং  অনেক ই-মেইল কালেকশনে থাকে তাহলে খুব সহজেই সিপিএ মার্কেটিং ক্যাম্পেইন করতে পারবেন।

সিপিএ মার্কেটিং কি?

CPA শব্দের পূর্ণরূপ হল Cost Per Action. সিপিএ মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা জানি যে পণ্যের প্রচার এবং প্রসার এর জন্য মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসার প্রচার এবং ব্র্যান্ডিং  করতে চাইলে অবশ্যই মার্কেটিং করা প্রয়োজন। CPA মার্কেটিংয়ে পণ্য উৎপাদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচার এবং প্রমোশনের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে মার্কেটারদের কাছ থেকে প্রচার করে নিয়ে থাকে। সিপিএ মার্কেটিংয়ে বিজ্ঞাপনদাতারা শুধুমাত্র পণ্য বিক্রির জন্যই নয় বরং গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের জন্য CPA Marketing করে থাকেন যেমন, ই-মেইল ঠিকানা, ও ফোন নাম্বার ইত্যাদি।

CPA Marketing এ কি কি কাজ পাওয়া যায়

বর্তমান সময়ের CPA মার্কেটিং এর চাহিদা বৃদ্ধি পাওয়ার জন্য এর কাজের পরিধিও  বৃদ্ধি পেয়েছে। ফলে সিপিএ মার্কেটিং নেটওয়ার্ক গুলোতে এখনো অনেক ধরনের আকর্ষণীয় কাজের অফার পাওয়া যায়, এবং এই অফার গুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় যেমন, Pay per lead, Pay per download, ও Pay per sale।

১। Pay per download : এ ধরনের অফার গুলো হয় সফটওয়্যার ডাউনলোড, গেমস ডাউনলোড ইত্যাদি।

২। Pay per lead : এ ধরনের অফার গুলো হয় সাইন আপ, বিভিন্ন জরিপে অংশ নেওয়া, ই-মেইল সাবমিট ইত্যাদি।

৩। Pay per sale : এ ধরনের অফার গুলো হয় সেল জাতীয় যেমন হেল্থ, ইনসিওরেন্স ইত্যাদি।

বর্তমানে অনেক ডিজিটাল মার্কেটার রয়েছেন যারা সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করছেন। এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। যেমন:

  • ই-মেইল বা জিপ কোড সংগ্রহ করা।
  • বিভিন্ন ফরম পূরণ করা।
  • যে কোনো  অ্যাপ বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা।
  • যে কোনো  ওয়েবসাইটে সাইন আপ করা।
  • পণ্য কেনা বা সেবা গ্রহণ করা ইত্যাদি।
  • কোম্পানির কোনো ইমেল নিউজলেটার সাবস্ক্রাইব করানো

সিপিএ মার্কেটিং করতে কি কি প্রয়োজন হয়?

সিপিএ মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি সহজ অধ্যায়। এখানে যে কেউ CPA মার্কেটিং করতে পারবেন তার জন্য আপনার থাকা জরুরি হলো ইন্টারনেট সম্পর্কিত প্রাথমিক জ্ঞান এবং কম্পিউটার পরিচালনায়  সাধারণ দক্ষতা। তাছাড়া CPA মার্কেটিংয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন হয় যেমন,

  • একটি সচল ই-মেইল অ্যাকাউন্ট
  • একটি সচল ইন্টারনেট কানেকশন
  • একটি সচল কম্পিউটার
  • কনটেন্ট মার্কেটিং সম্পর্কে সাধারণ দক্ষতা
  • প্রতিদিন কাজ করার জন্য  তিন থেকে চার ঘন্টা সময় 
  • ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে সম্পর্কে ভালো জ্ঞান
  • ইংরেজি ভাষা জ্ঞান
  • নিজের একটি ব্লগ বা ওয়েবসাইট
  • সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, পেজ, গ্রুপ ইত্যাদি

উপরোক্ত জিনিসগুলো থাকলেই আপনি সিপিএ মার্কেটিংয়ের কাজ শুরু করতে পারবেন।  শুরুতে যদি আপনার নিজস্ব কোন ওয়েবসাইট না থাকে তাহলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মার্কেটিংয়ের কাজ করতে পারবেন ।

সিপিএ মার্কেটিং এ কিভাবে কাজ করতে হয়?

সিপিএ মার্কেটিং করে কাজ করতে হলে প্রথমে আপনাকে বিভিন্ন ধরনের সিপিএম মার্কেটিং ওয়েবসাইটে অংশগ্রহণ করে কোন একটি প্রোগ্রামে অংশ নিতে হবে।  এবং উক্ত অফ ব্যবহার করার জন্য নিম্ন উল্লেখিত পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন। CPA Marketing এর অফার গুলো প্রমোট করার জন্য আপনি দুইটি মার্কেটিং পদ্ধতি ব্যবহার করতে পারবেন। (১) ফ্রি মার্কেটিং (২) পেইড মার্কেটিং।

১। ফ্রি মার্কেটিং

সিপিএ মার্কেটিং করতে হলে অবশ্যই আপনার একটি ব্লগ ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া থাকতে হবে। সেখানে আপনাকে কনটেন্ট লিখে ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে হবে। এক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে কারণ, এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে CPA মার্কেটিং করতে পারছেন। এজন্য আপনাকে সোশ্যাল মিডিয়া গুলোতে বেশ একটিভ থাকতে হবে। ইউটিউব, ফেসবুক,  টুইটার, লিংকডিন ইত্যাদি ওয়েবসাইটে অ্যাকাউন্ট  এবং পেজ তৈরি করে নিয়মিত পোস্ট করতে হবে। 

২।পেইড মার্কেটিং

ফ্রী CPA মার্কেটিংয়ের চাইতে পেইড মার্কেটিং বেশ কার্যকরী। কারণ, পেইড মার্কেটিংয়ে খুব দ্রুত লিড সংগ্রহ করা যায়।  আপনি যদি সামান্য কিছু টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট বা গুগলে বিজ্ঞাপন দিয়ে পেইড মার্কেটিং করতে পারেন।  পেইড মার্কেটিংয়ের মাধ্যমে অল্প সময়ে অনেক মানুষের কাছে পৌঁছা যায়। 

সিপিএ মার্কেটিং কীভাবে শুরু করবেন?

সিপিএ মার্কেটিং শুরু করার জন্য অনেক নেটওয়ার্ক রয়েছে। এর মধ্যে অনেক ভুয়া সিপিএ নেটওয়ার্কও রয়েছে যারা ঠিকমতো পেমেন্ট করে না এবং বিভিন্ন ধরনের প্রতারণা মূলক কাজ করে থাকে। তাই সিপিএ নেটওয়ার্ক নির্বাচনের ক্ষেত্রে একটু সর্তকতা অবলম্বন করা প্রয়োজন। মোটামুটি সহজে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট এপ্রুভ করা যায় এমন তিনটি নেটওয়ার্ক হচ্ছে, CPAgrip, Adworkmedia, CPALead

  • সিপিএ মার্কেটিং এর কাজ শুরু করতে হলে প্রথমে আপনাকে আপনার পছন্দের একটি সিপিএ মার্কেটপ্লেসে আপনার সঠিক ইনফরমেশন দিয়ে একাউন্ট করতে হবে।
  • এরপর আপনাকে আপনার পছন্দের একটি নিস বা ক্যাটাগরি সিলেক্ট করে উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে।
  • সেখান থেকে আপনার পছন্দের অফারটি সিলেক্ট করতে হবে। অফারটিতে ক্লিক করলে পেজ শো করবে।
  • সেখান থেকে আপনাকে Share Affiliate Link To Earn লিঙ্কটি কপি করতে হবে।
  • এরপর উক্ত অফারটি প্রমোট করার জন্য বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

সিপিএ নেটওয়ার্ক এ রেজিস্ট্রেশন পদ্ধতিঃ

CPAlead নামক সিপিএ মার্কেটপ্লেসে কীভাবে অ্যাকাউন্ট  করতে হয়, এবং কীভাবে  বিভিন্ন অফারে অংশগ্রহণ করতে হয় তা তুলে ধরা হলো।

সিপিএ মার্কেটিং কি?

১) প্রথমে নিজের নাম, ইমেইল, পাসওয়ার্ড  দিয়ে cpalead.com ওয়েবসাইটে সাইন আপ করতে হবে।

২) এরপর অ্যাকাউন্ট করে ই-মেইল ভেরিফাই করার পর অ্যাকাউন্টের ড্যাশবোর্ড এ যেতে হবে।

৩) এরপর অফার পেজে গিয়ে বিভিন্ন ধরনের অফার পছন্দ  করে কাজ শুরু করতে পারেন। 

নিম্নে কিছু অফার এর নমুনা তুলে ধরা হলো-

উপরের প্রতিটি অফারের কাজ সফলভাবে করতে পারলে আপনাকে নির্দিষ্ট পরিমাণের টাকা দেওয়া হবে। এ ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে অফারগুলো যে নির্দিষ্ট দেশের জন্য দেওয়া হয়েছে সেই দেশের লোকদের দিয়ে অফার গুলো কমপ্লিট করতে পারলেই কেবল নির্দিষ্ট পরিমাণে টাকা পেয়ে যাবেন। কখনোই নিজে নিজে অফার গুলো পূরণ করতে যাবেন না তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। 

সিপিএ মার্কেটিং অফার

বিভিন্ন ধরনের অফার এর মধ্যে সার্ভে, লোন, ডেটিং, স্ট্রিমিং ইত্যাদি অফার গুলো গ্রহন করা যাবে না । কারণ এখানে হারাম কাজের সংশ্লিষ্টতা রয়েছে। সিপিএ নেটওয়ার্ক এর অফার এর মধ্যে প্রতিটি অফার সতর্কতার সাথে যাচাই করে কাজ করতে হবে। আপনাকে খেয়াল করতে হবে আপনার মাধ্যমে কেউ যেনো প্রতারিত না হয়, কারো ব্যক্তিগত তথ্য হ্যাক না হয়, এবং সরাসরি কোনো অশ্লীল কাজের মধ্যে যেনো যুক্ত হতে না হয়।

সিপিএ মার্কেটিং কেন শিখবেন?

ডিজিটার মার্কেটার হিসাবে আপনি বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারেন, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, CPA মার্কেটিং, ইউটিউব মার্কেটিং ইত্যাদি। একজন দক্ষ মার্কেটার হওয়ার জন্য আপনাকে অনলাইনের বিভিন্ন বিষয়ে ভালো ধারণা রাখতে হবে, কারণ নতুন ব্যক্তির প্রতি অনলাইনে বিশ্বাস জমানো কখনই সহজ নয়। নিজের নিশ সাইট বা অন্য কোন পদ্ধতিতে অনলাইন প্রমোশন করা কঠিন কাজ, যার জন্য সঠিক অভিজ্ঞতা প্রয়োজন।

কিন্তু CPA মার্কেটিং এর ক্ষেত্রে অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র নিয়ম মত কাজ করলেই শরু থেকেই ভালো আয় করা যায়। এটি দ্রুত আয় করতে সাহায্য করে এবং যারা অনলাইনে নতুন এবং সিপিএ দিয়ে কাজ শুরু করেছেন, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে।

সি পি এ মার্কেটিং কিভাবে শেখা যায়

আপনি যদি একদম শুরু থেকে সিপিএ মার্কেটিং শিখতে চান তাহলে প্রথমে আপনাকে সিপিএ মার্কেটিংয়ের ব্যাসিক সম্পর্কে জানতে হবে।  ইতিপূর্বে আলোচনার মাধ্যমে আপনি হয়তো সিপিএ মার্কেটিং এর বেসিক শিখে ফেলেছেন। এখন আপনাকে অনলাইনে  সিপিএ মার্কেটিং সম্পর্কিত   কার্যকরী রিসোর্স খুঁজে বের করতে হবে,  যেমন ইউটিউব, ফেসবুক, ও বিভিন্ন ধরনের সিপিএম মার্কেটিং ব্লগ পোস্ট। এক্ষেত্রে আপনি অনলাইনে অনেকগুলো ফ্রি এবং পেইড কোর্স পেয়ে যাবেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ

এছাড়াও সিপিএ মার্কেটিং নিয়ে যারা  ইতিমধ্যে কাজ করে  তাদের সাথে যোগাযোগ রাখা, সিপিএম মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন অনলাইন গ্রুপে যুক্ত থাকা,  তাছাড়া আপনি ব্যক্তিগতভাবে সিপিএ মার্কেটিং সম্পর্কিত একটি গ্রুপ খুলতে পারেন। এর ফলে আপনার কাজ শেখার  গতি দ্বিগুণ বৃদ্ধি পাবে। সিপিএ মার্কেটিং শিখতে অনেক সময় এবং প্রচেষ্টা লাগে। তবে, ধৈর্যশীল এবং কঠোর পরিশ্রম করলে, আপনি এই লাভজনক  পেশায় সফল হতে পারেন।

সিপিএ মার্কেটিং এর টাকা উত্তোলন

বর্তমান সময়ে সিপিএ নেটওয়ার্ক গুলো থেকে টাকা উত্তোলনের জনপ্রিয় মাধ্যমগলো হলো- পেওনিয়ার, ক্রেডিট কার্ড, পেপাল, মেইল ক্রেডিটস, ইত্যাদি। তবে বাংলাদেশীদের জন্য পেওনিয়ারই হচ্ছে সব থেকে সহজ মাধ্যম। এখানে মার্কেটাররা কাজ সম্পন্ন করে জমা দেওয়ার পরে মাস শেষে তাদের অ্যাকাউন্টে পেমেন্ট যোগ হয়ে যায়। এরপর সেখান থেকে খুব সহজেই টাকা উত্তোলন করতে পারবেন।

শেষ কথাঃ

পরিশেষে বলা যায় যে, সিপিএ মার্কেটিং একটি প্রভাবশালী ও জনপ্রিয় মার্কেটিং পদ্ধতি, যা অনলাইনে ডিজিটাল মার্কেটারদের দ্বারা করা হয়। এটি কোন পণ্য বা সেবা বিক্রয় না করে  শুধুমাত্র প্রচার ও প্রচারনার জন্য ভালো পরিমানের অর্থ দিয়ে থকে। যারা তুলনামুলক কম প্ররিশ্রম করে ইনকাম করতে চান তাদের জন্য সিপিএ মার্কেটিং খুব ভালো আয়ের একটি মাধ্যম হবে বলে আমি আশা রাখি।

এই ওয়েবসাইটের সকল কন্টেন্ট (ছবি, লেখা ইত্যাদি) অন্য কোথাও কপি করে বা পরিবর্তন করে পাবলিশ করার আইনত দন্ডনীয় অপরাধ। যদি কেউ এমন অপরাধমূলক কাজ করেন তাহলে DMCA পাঠানো সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।



Leave a Reply