পোর্টফোলিও কি? (What is portfolio?)
পোর্টফোলিও হচ্ছে আপনার জ্ঞান, দক্ষতা, গুণাবলি ও কাজের উদাহরণ, যা কোন একটা জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখা হয়। যাতে আপনি কি কাজ পারেন তা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। ফলে কেউ যদি আপনার কর্মজীবন সম্পর্কে জানতে চায় তাকে আপনার পোর্টফোলিও দেখাতে পারেন। বিশেষ করে নতুন চাকরি ক্ষেত্রে পোর্টফোলি বিশেষ ভূমিকা রাখে।
Table of Contents
পোর্টফোলিও কেন প্রয়োজন?
পোর্টফোলিও একটি মাধ্যম যা আপনার জ্ঞান, যোগ্যতা, সৃজনশীলতা, প্রফেশনাল দক্ষতা এবং অভিজ্ঞতার একটি বড় প্রমাণ। পোর্টফোলিও সাধারণত একজন সম্ভাব্য নিয়োগদাতা বা কোম্পানির প্রতিনিধির কাছে আপনার কাজের কোয়ালিটি বুঝতে সহায়তা করে। এর ফলে, কোন কোম্পানি সহজেই আপনাকে তাদের কাজে নিয়োগ দেয়ার জন্য আগ্রহী হতে পারে। পোর্টফোলিও একটি প্রভাবশালী প্রদর্শনী যা আপনার দক্ষতা ও কার্যকলাপের সমৃদ্ধতা দেখাতে সাহায্য করে ও নতুন কাজের সুযোগ সৃষ্টি করে।
পোর্টফোলিও এর ধরন ও প্রকারভেদ
আপনি যে ধরনের সার্ভিস দিয়ে থাকেন বা যে ধরনের কাজ করেন সেই কাজ গুলোর স্যাম্পল নমুনা সমূহ কোন একটি মাধ্যমে সংরক্ষণ করাকেই পোর্টফোলিও বলা যেতে পারে। সেই হিসেবে একজন ওয়েব ডেভেলপারের পোর্টফোলিও ও একজন গ্রাফিক্স ডিজাইনারের পোর্টফলিও এক রকম হবে না। আবার একজন আর্টিকেল রাইটার এর পোর্টফোলিও এবং একজন এসইও এক্সপার্ট এর পোর্টফলিও এক রকম হবে না। কারণ এখানে প্রত্যেকেই আলাদা আলাদা সার্ভিস প্রদান করেন এবং তাদের কাজের ধরণ আলাদা। একজন ওয়েব ডেভেলপার ওয়েবসাইট তৈরি করেন, তিনি তার দক্ষতা প্রকাশ করেন তার ওয়েবসাইট তৈরির কলা কৌশলের মাধ্যমে। সেজন্য তার পোর্টফলিওতে বিভিন্ন ওয়েবসাইটের স্যাম্পল থাকবে।
আবার একজন আর্টিকেল রাইটার তিনি আর্টিকেল লিখে থাকেন। তার পোর্টফলিওতে বিভিন্ন ধরনের লেখার স্যাম্পল থাকবে। অনুরূপভাবে গ্রাফিক্স ডিজাইনারের পোর্টফলিওতে বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে। এভাবে সব পেশা বা ক্যাটাগরিতেই নির্দিষ্ট ধরনের পোর্টফলিও রয়েছে।
কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয়?
সাধারণত পোর্টফলিও দুইভাবে তৈরি করা যায়, একটি হচ্ছে প্রিমিয়াম, আরেকটি হচ্ছে ফ্রি। ফ্রী পোর্টফোলিওর তুলনায় প্রিমিয়াম পোর্টফোলিওতে বেশি সুবিধা পাওয়া যায়। প্রিমিয়াম পোর্টফোলিওর সকল ক্ষমতা থাকবে আপনার হাতে। এখানে আপনি আপনার নিজের ইচ্ছামত ডিজাইন করে আপনার পছন্দের পোর্টফোলিওটি তৈরি করতে পারবেন। অন্যদিকে ফ্রি পোর্টফোলিয়াতে আপনি শুধুমাত্র আপনার ডিজাইন এবং কাজের স্যাম্পল প্রদর্শন করতে পারবেন। নিম্নে পোর্টফলিও তৈরি সম্পকে বিস্তারিত তুলে ধরা হলো-
প্রিমিয়াম পোর্টফলিও
- ওয়ার্ড ডকুমেন্ট
- এক্সেল শীট
- পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন
- ব্যক্তিগত ওয়েবসাইট ও ব্লগ
ফ্রি পোর্টফলিও
Github হচ্ছে প্রোগ্রামার ও ডেভেলপারদের জন্য, Behance ও Dribble হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ও ইউএক্স ডিজাইনারদের জন্য, এবং DeviantArt হচ্ছে কিপ্টো ও NFT আর্টিস্টদের জন্য সেরা ফ্রী পোর্টফোলিও মাধ্যম। পোর্টফোলিয়ের মাধ্যমে আপনি আপনার নিজস্ব কাজের প্রদর্শনী ছাড়াও নতুন নতুন কাজের সুযোগ পেতে পারেন। ক্লায়েন্টরা আপনার কাজের দক্ষতা দেখে আপনাকে তাদের কাজে সুযোগ দেবে।
পোর্টফলিও তৈরির জন্য কি কি প্রয়োজন?
একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের পোর্টফলিত অনেকগুলো বিষয় থাকা খুব জরুরি, তার মাঝে নিম্নলিখিত বিষয়গুলো থাকা আবশ্যক-
১. কাজের স্যাম্পল: আপনার পোর্টফোলিওতে আপনার কাজের স্যাম্পল থাকা আবশ্যক। এটি হলো আপনার কাজের গুনগত মানের প্রমাণ এবং আপনার দক্ষতা দেখানোর প্রধান হাতিয়ার।
২. ক্লায়েন্ট রিভিউস: আপনার পোর্টফলিওতে আপনার পূর্ববর্তী কাজের ক্লায়েন্টের রিভিউ থাকা জরুরি। এটি আপনার ব্যবসা সম্প্রসারণে ব্যাপক ভূমিকা পালন করবে এবং আপনার কাজের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করবে।
৩. শিক্ষাগত যোগ্যতা: পোর্টফোলিওর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষাগতার যোগ্যতা। এখানে আপনার সম্পূর্ণ শিক্ষাগতার যোগ্যতার সংক্ষিপ্ত বিবরণী থাকা আবশ্যক। তাছাড়া আপনার পোর্টফলিওতে প্রোফেশনাল স্কিল সার্টিফিকেট উল্লেখ করা।
৪. অভিজ্ঞতা: পোর্টফোলিওতে পূর্বের কাজের বিবরণ, প্রতিষ্ঠানের নাম, এবং অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। এটি হচ্ছে খব গুরুত্বপূর্ন জিনিস যেটি আপনার পোর্টফোলিও আরো অর্থবহুল করে তোলে।
ওয়ার্ডপ্রেস দিয়ে পোর্টফোলিও তৈরি
যদি আপনি একটি প্রিমিয়াম পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন। কেননা ওয়ার্ডপ্রেস অন্যান্য কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তুলনায় অনেক সহজ এবং একদম ফ্রি।
ওয়ার্ডপ্রেস দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে প্রথমে আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। এরপর ভালো একটি ওয়ার্ডপ্রেস পোর্টফলিও থিমের প্রয়োজন হবে। নিচে আমরা জনপ্রিয় ওয়ার্ডপ্রেস পোর্টফলিও থিমের কিছু উদাহরণ উল্লেখ করছি-
বেস্ট ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও থিম-
এই থিমগুলো দিয়ে আপনি খুব সহজেই প্রফেশনাল মানের একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তাছাড়া আপনার ইচ্ছা মত কাস্টমাইজ করে নিতে পারবেন। অথবা ভালো একজন ডেভেলপার এর সাহায্য নিতে পারেন।
শেষ কথাঃ
একজন প্রফেশনাল ফ্রীল্যান্সারের জন্য পোর্টফোলিও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা তাদের ক্যারিয়ার ডেভেলপ করতে ব্যাপভাবে সাহায্য করে। তবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এ ক্লায়েন্ট চ্যাটিং অপশন ব্যবহার করে অন্য মার্কেটপ্লেস এর প্রোফাইল লিঙ্ক বা পোর্টফোলিও লিঙ্ক শেয়ার করা যায় না। এটি করলে অনেক সময় পলিসি লঙ্ঘনের জন্য আপনার একাউন্ট সাসপেন্ড বা বন্ধ হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন পোর্টফোলিও কি এবং কেন প্রয়োজন। এরপরও যদি আপনার কিছু জানার থেকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
Leave a Reply
You must be logged in to post a comment.